Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সংক্ষিপ্ত পরিচিতি

জেলার জনসংখ্যার অত্যাধিক চাপ থাকায় ১৯৫৫ সালে প্রাথমিকভাবে পরিকল্পিত পদ্ধতিতে পরিবারের সদস্য সংখ্যা সীমিত রাখার প্রত্যয় নিয়ে ১জন জেলা পরিবার পরিকল্পনা অফিসার, ১জন জেলা টেকনিক্যাল অফিসার, ২৫জন থানা অফিসার, ৫০জন থানা সহকারী, ২২জন মহিলা কর্মী নিয়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু করা হয়।

 

জেলার পূর্বাংশে উত্তরে মধুমতি নদী। মধুমতির অপর পাড়ে গোপালগজ্ঞ জেলা। মধ্য ও পশ্চিমাংশের উত্তরে নড়াইল ও যশোর জেলা। পৃর্ব দক্ষিণে বাগেরহাট জেলা ও পশ্চিম দক্ষিণে সাতক্ষীরা জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর।বর্তমান খুলনা জেলার আয়তন ৪৭২৭ বর্গকিলোমিটার, জনসংখ্যা ২৪,৬৯,৭২৯ জন, মোট ইউনিয়ন সংখ্যা (উপজেলায়-৬৮টি এবং সিটিকর্পোরেশন-১৪) মোট-৮২ টি, পৌরসভা ২টি, পরিবার কল্যাণ সহকারীর ইউনিট সংখ্যা ৪১৩টি, মোট সক্ষম দম্পতি ৪,৮৯,৬০৯ জন (নভেম্বর/১৬), মোট পদ্ধতি গ্রহনকারীর সংখ্যা ৩,৯৩,৪৬০ জন(নভেম্বর/১৬), জেলার সিএআর ৮০.৩৬% (নভেম্বর/১৬),

 

এ জেলার সর্ব দক্ষিণে অবস্থিত পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবন, আজকে যা আমাদের অহংকারের প্রতীক। এই বনের আয়তন ২৩১৬ বর্গ কিলোমিটার। এই বনে অবস্থান করে বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারসহ অসংখ্য প্রাণী।

 

খুলনা জেলাকে শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে অভিষ্ট লক্ষ্যে পৌছাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রন ও পরিকল্পিত পরিবার গঠনের কোন বিকল্প নেই